ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল পেরিয়ে কলকাতার পথে র‌্যালি

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বেনাপোল পেরিয়ে কলকাতার পথে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর) থেকে: চার দেশের মৈত্রী মোটর র‌্যালি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেছে।

সেখানে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা চলছে।

প্রায় এক ঘণ্টা সময় লাগবে সব কাজ সারতে। পরে র‌্যালিটি রাত সোয়া ১০টার দিকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।

মঙ্গলবার(০১ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে মোটর র‌্যালিটি ভারতে প্রবেশ করে।

এ সময় বেনাপোল কাস্টমস’র সহকারী কমিশনার আব্দুল হক, কাস্টমস সুপার স্বরণিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুস সালাম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান ও ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম ফুল দিয়ে র‌্যালির সদস্যদের বিদায় জানান।

এর আগে রাত সাড়ে ৮টায় মোটর র‌্যালিটি যশোর থেকে বেলাপোল চেকপোস্টে পৌঁছায়।

এদিকে, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে র‌্যালিটিকে স্বাগত জানান পুলিশ কর্মকর্তা অনুপ চক্রবর্তী ও বিএসএফের কর্মকর্তা ধিরেন্দ্রনাথ মৈত্রীসহ পেট্রাপোল কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

পেট্রাপোল চেকপোস্ট থেকে কলকাতা যেতে কমপক্ষে আড়াই ঘণ্টা সময় লাগবে। কলকাতায় পৌঁছে মৈত্রী র‌্যালির যাত্রা সমাপ্ত হবে। ভারত পেট্রাপোল থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মৈত্রী মোটর র‌্যালিটি বেলাপোল চেকপোস্টে ৫০ মিনিট অবস্থান করে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

** মৈত্রী মোটর র‌্যালি বেনাপোলে
** জ্বালানি বদলে ভারতের উদ্দেশে যাত্রা
** বেনাপোলের পথে মৈত্রী মোটর র‌্যালি
** বিবিআইএন মৈত্রী মোটর র‌্যালি যশোরে
** এ কি হলো! ডিজেলের গাড়িতে পেট্রোল!
** মৈত্রী মোটর র‌্যালি মাগুরায়
** ইলিশ আর আন্তরিকতায় মুগ্ধ ভুটানের বন্ধুরা
** ফরিদপুর ছেড়েছে মৈত্রী মোটর র‌্যালি
** পাটুরিয়ায় ব্রেকফাস্ট, যশোরে লাঞ্চ
** শিউরে উঠি
** বিবিআইএন গাড়িবহর এখন মানিকগঞ্জে
** স্মৃতিসৌধে মৈত্রী মোটর র‌্যালির ফুল দিয়ে শ্রদ্ধা
** সাভার স্মৃতিসৌধে যাচ্ছে মৈত্রী মোটর র‌্যালি
** সংসদ ভবনে মৈত্রী মোটর র‌্যালি
** প্রতিকূলতায় কাজ করার সুযোগটাই বড় অনুপ্রেরণা, বললেন মাজেদুল নয়ন
** বিবিআইএন সেমিনারে বাংলানিউজের প্রশংসা
** ‘বিবিআইএন ভিসা চালুর উদ্যোগ নিতে হবে’
** মৈত্রী মোটর র‌্যালি এখন ঢাকায়
** ফ্ল্যাগ অফ করলেন মেয়র, ‘জয় বাংলা’ স্লোগান সবার কণ্ঠে
** ওই তো বাংলাদেশ...
** ৪৫০০ কিমি পাড়ি দিচ্ছেন ৩ নারী
** দুঃসহ ভ্রমণ শেষে ঐতিহাসিক আগরতলায় র‌্যালি
** ও আমার দেশের মাটি...
** শিলচর হকি দলে এখন ৫৫ নারী
** পথের শেষ কোথায়...
** মেঘালয়ের নারীর পোশাক জাইনসেম
** শামুক-ঝিনুকে গড়া স্বপ্নকথন
** ১৬ ঘণ্টায় শিলচর
** বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী
** চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে
** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।