ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কম্পিউটার অপারেটরকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
দিনাজপুরে কম্পিউটার অপারেটরকে কুপিয়ে হত্যা

দিনাজপুর: দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার অপারেটর আব্দুর রহিমকে (২৮) কুপিয়ে হত্যা করেছে একই প্রতিষ্ঠানের ছাত্র শুভ (২০)। এঘটনায় শুভকে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (০১লা ডিসেম্বর) রাত ১০টার দিকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত রহিম দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা এলাকার সিয়াস উদ্দিনের ছেলে।

আটক শুভ দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও পাবনা জেলার দোহার উপজেলার বাবুল শেখের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ের পাশে অবস্থিত একটি ছাত্রাবাসে শুভ ও রহিমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রহিমের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।