ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে চরমপন্থী নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
অভয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে চরমপন্থী নেতা নিহত

যশোর: যশোরের অভয়নগরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বিদ্যুৎ রায় (৩৫) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

বুধবার (০২ ডিসেম্বর) ভোরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার রানাগাতি গ্রামের সুকুমার রায়ের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রানাগাতি শ্মশানঘাট এলাকায় চরমপন্থীদের দু’টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎ রায়কে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও ৩টি বন্দুকের খোঁসা উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত বিদ্যুৎ রায় অভয়নগর থানার তালিকাভূক্ত চরমপন্থী। তার বিরুদ্ধে অভয়নগর ও খুলনার ফুলতলাসহ আশপাশের থানা গুলোতে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।