ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় স্বামীর হাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
সলঙ্গায় স্বামীর হাতে স্ত্রী খুন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় কমেলা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী মো. মজনু শেখ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ১২টায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত সোয়া ১০টার দিকে হোড়গাঁতী কলেজপাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত কমেলা সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের মো. মজনু শেখের স্ত্রী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের আজমত আলীর মেয়ে।

এ তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, নলকা মোড়ে এসিআই ফুড মিলে চাকরি করতেন কমেলা খাতুন। মঙ্গলবার রাত ১০টায় মিলের কাজ শেষে বাড়ি ফেরার পথে হোড়গাঁতী কলেজপাড়া পৌঁছালে সেখানে আগে ওঁত পেতে থাকা মজনু শেখ তার ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ সময় পথচারীরা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ সদর হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই খায়রুল আরও জানান, প্রায় ৭ বছর আগে মজনুর সঙ্গে কমেলার বিয়ে হয়। বিয়ের পর থেকে মজনু মাদক ও জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েন। এসব কারণে মজনুকে ছেড়ে বাবার বাড়ি চলে আসেন কমেলা। সেখানে থেকে এসিআই ফুড মিলে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন।

স্ত্রীকে ফিরিয়ে নিতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে মজুন মঙ্গলবার রাতে কমেলাকে হত্যা করে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।