ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মাইক্রোবাস চাপায় কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নেত্রকোনায় মাইক্রোবাস চাপায় কলেজছাত্রী নিহত ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের সড়ক ও জনপথ ভবনের সামনে মাইক্রোবাস চাপায় নুসরাত জাহান বিথী (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



বিথী কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের ইলিয়াস কাঞ্চনের মেয়ে এবং নেত্রকোনা সরকারি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমদাদ বাংলানিউজকে জানান, ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন বিথী। পথে হঠাৎ তিনি রিকশা থেকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করেন।

মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই ইমদাদ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।