ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক তথ্যমন্ত্রীর পিওকে প্রত্যাহারের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সাবেক তথ্যমন্ত্রীর পিওকে প্রত্যাহারের আহ্বান

ঢাকা: হুন্ডি ব্যবসার অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পার্সোনাল অফিসার (পিও) মো. সহিদুল ইসলামকে প্রত্যাহারের আহ্বান করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়।



বৈঠক সূত্র জানায়, এরইমধ্যে সহিদুল ইসলামের বিরুদ্ধে হুন্ডি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তদন্ত করেছে তথ্য মন্ত্রণালয়।

অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে তাকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
 
বৈঠক শেষে কমিটি সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বাংলানিউজকে বলেন, ‘সহিদুল ইসলামকে মিশন থেকে প্রত্যাহারের দাবি উঠেছে। তাকে প্রত্যাহার করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ’ 

সূত্র জানায়, মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে সহিদুলের বিরুদ্ধে। তথ্যমন্ত্রীর পিও থাকার সময় তিনি দিল্লিতে থাকাকালীন সময় হুন্ডি ব্যবসা করতেন বলেও অভিযোগ রয়েছে।

মন্ত্রীর পিও হয়েও দূতাবাসের মিনিস্টার (প্রেস) হিসেবে স্বাক্ষর করেছেন তিনি। এসব অপকর্মের যথেষ্ট তথ্যপ্রমাণ কমিটির কাছে আছে।  

অভিযোগ রয়েছে, বরিশালের লোক হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জের কোটায় সহিদুল ইসলাম  চাকরি নিয়েছেন। এটা তার পুলিশ ভেরিফিকেশন (তদন্ত) রিপোর্টেও প্রমাণ হয়েছে।  

এর আগে সহিদুলের বিরুদ্ধে গত ১১ নভেম্বর কমিটির বৈঠকেও লিখিত অভিযোগ ‍উপস্থাপন করা হয়।

বৈঠকে উপস্থিত কমিটির এক সদস্য জানান, দেড় ঘণ্টার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মূল এজেন্ডায় না থাকলেও এতোদিনে ওই পিও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কমিটির অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

কমিটির সভাপতি  এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সিমিন হোসেন রিমি এবং সাইমুম সরওয়ার কমল প্রসুখ উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) এর প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) এর মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, তথ্য কমিশনের সচিব সদর উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপির) মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।