ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে নতুন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বাগেরহাটে নতুন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতেছে বাগেরহাটের শিশু শিক্ষার্থীরা।

শুক্রবার (১ জানুয়ারি) বন্ধের দিন হলেও বিদ্যালয়গুলোতে ছিলো শিশুদের বই উৎসব।



সকালে শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বাগেরহাটে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

এদিকে শহরের হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর এলাকার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রাথমিক স্তরে বই বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার এ উদ্যোগে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো. আজমুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।