ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘উন্নয়ন বাতাসের মতো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
‘উন্নয়ন বাতাসের মতো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘উন্নয়ন হল বাতাসের মতো। বাতাসের মধ্যে থেকেও যেমন আমরা বাতাসকে দেখতে পাই না, তেমনি সাধারণ চোখে অনেক সময় উন্নয়নও দেখতে পাই না।

তবে উন্নয়ন না হলে তা আমরা ঠিকই বুঝি। ’
 
শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
 
তিনি বলেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়। কৃষি, শিক্ষা ও তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে। বেড়েছে মানুষের গড় আয়ুও।
 
অগ্রগতির উদাহরণ দিয়ে আসাদুজ্জামান নূর বলেন, দেশের কৃষকেরা অসাধ্য সাধন করেছেন। আগে যেখানে এক বিঘা জমিতে বছরে তিন মণ ধান উৎপাদন হতো। এখন সে জমিতে ত্রিশ-পয়ত্রিশ মণ ধান উৎপাদিত হচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি একই জমিতে শাক-সবজিও চাষ হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদ্য উদ্বোধন হওয়া বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীন মো. নুরুল হক ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. এম আর খান।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এইচআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।