ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক গোলাম মোস্তফার ছেলের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সাংবাদিক গোলাম মোস্তফার ছেলের জানাজা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: দৈনিক সমকালের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার ছেলে মীর মুন্তাসীর মাহীনের (১৭) জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে (বাদ জুমা) নগরীর জিলা স্কুল মাঠে  নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ পৌর মেয়র মো. ইকরামুল হক টিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার দেওখোলা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মুন্তাসীর মাহীন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে মোটরসাইকেলে সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে জেলা শহরে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।