ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বর্ণ চোরাচালান মামলায় বিমানের টেকনিশিয়ান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
স্বর্ণ চোরাচালান মামলায় বিমানের টেকনিশিয়ান গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: স্বর্ণ চোরাচালান মামলায় বিমান বাংলাদেশের টেকনিশিয়ান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চোরাচালান উত্তর টিমের একটি দল।



ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চোরাচালান উত্তর টিমের সিনিয়র সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি ১৬ কেজি স্বর্ণসহ ৪ জনকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তারা হলেন- ওসমান হারুন ওরফে সোহেল, আনোয়ার পারভেজ ওরফে রবিন, আনোয়ারা বেগম ওরফে নাজমা ও নাহিদা ফারজানা ওরফে মনি।

এঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। পরে অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি ডিবির চোরাচালান টিমের উপর ন্যাস্ত করা হয়। তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টেকনিশিয়ান আব্দুস সাত্তারের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার সাত্তারকে ১০ দিনের রিমান্ড চেয়ে মহানগর মূখ্য হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ  সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬,  ২০১৬
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।