ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে  যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে আক্কাস আলী (৪০) নামে একজন মারা গেছেন।

বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।



পরে দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ সদরের ডে-নাইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আক্কাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী বিআরটিসি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠায়। পরে ডে-নাইট হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আক্কাস আলী মারা যান।

দুর্ঘটনা কবলিত দুটি বাসের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।