ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১ ছবি : প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর খয়রাবাদে বাসের ধাক্কায় ভ্যানচালক আব্দুর রব (৪০) নিহত ও আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



আব্দুর রব উপজেলার চৌডলা ইউনিয়নের বীমপাড়া গ্রামের মফিজের ছেলে।
 
আহতরা হলেন-একই গ্রামের মৃত বিসুর ছেলে মো‍. জেম (৪৫), জেমের ছেলে গোলাম আজম (২৬), আজিমুদ্দিনের ছেলে জুলহাজ, মৃত আসিরুদ্দিনের স্ত্রী রিজিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সড়কের খয়রাবাদ এলাকায় দোয়েল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো চ-৯৬৪৯) একই দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি উল্টে গেলে চালক ও চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রবকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।