ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজামীর ফাঁসি বহাল

ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড স্থানীয় গোলপুকুর পাড় অফিস থেকে এ আনন্দ মিছিল বের করে।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশ্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ জিয়াউল ইসলাম, মো. কামাল পাশা, মো. হারুনুর আল রশীদ, সেলিম সাজ্জাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীর বিচার করছে। বিচারকার্য পরিচালনা নিয়ে যারা সমালোচনা করেন তারা জাতি ও দেশের শত্রু। নিজামির মতো যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় বহাল হওয়ায় আমরা আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।