ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নান্দাইলে বাসে কিশোরী ধর্ষণের ঘটনায় চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
নান্দাইলে বাসে কিশোরী ধর্ষণের ঘটনায় চালক কারাগারে ছবি : প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে বাসের ভেতর এক কিশোরীকে (১৯) ধর্ষণের ঘটনায় আটক চালক আলমগীরকে (২৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।



পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসে ওঠে ওই কিশোরী। মঙ্গলবার (০৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা এলাকায় ওই কিশোরীকে বাসের দরজা বন্ধ করে ধর্ষণ করেন বাসচালক আলমগীর। আর এ কাজে তাকে সহায়তা করেন সুপারভাইজার ও হেল্পার।

পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সুপারভাইজার ও হেল্পার পালিয়ে যান। পরে স্থানীয়রা বাসচালক আলমগীরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় বুধবার দুপুরে ওই কিশোরী বাদী হয়ে বাসচালক ও হেল্পারসহ ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিকেলে ওই চালককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।