ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বাবুগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. হাসান (৪০) নামে মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



তিনি ঝালকাঠির রামচন্দ্রপুরের বাসিন্দা ও পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, সেবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাধবপাশার দুর্গাসাগর এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়।

এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা কমবেশি আহত হলে এদের মধ্যে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে গুরুতর আহত মো. হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ সুতার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।