ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
চাঁদপুরে মাদক বিক্রেতার কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরে মাদক বিক্রির দায়ে রাজু গাজী (২৫) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) রাত ৮টায় জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ এ আদেশ দেন।

রাজু শহরের গুনরাজদী এলাকার গাজী বাড়ীর দুলাল গাজীর ছেলে।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাজু গুনরাজদী এলাকায় দীর্ঘদিন ধরে যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকা থেকে ১০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।