ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ৬ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
গোমস্তাপুরে ৬ ছিনতাইকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত পাঁচটি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।



আটক ছিনতাইকারীরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের তরিকুল ইসলাম (৩৮), সদর উপজেলার চৌমনী গ্রামের মজিবুর হকের ছেলে মহিদুল ইসলাম নয়ন (২৬), একই এলাকার রাকিবুল ইসলামের ছেলে উজ্জ্বল (২০), পিটিআই মোড় এলাকার মোবারকের ছেলে রাব্বানি (২৮), মজিদ পাড়ার মাসুরের ছেলে আলী হোসেন (২৮) ও একই গ্রামের মিরাজের ছেলে সামাউন (২৩)।

রহনপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার রহনপুর নুনগোলায় বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ছিনতাই হওয়া ৫টি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।