ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বরিশালে সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) শহরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক।



পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কর্মসূচি শুরু করা হয়। অশ্বিনী কুমার হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শান্তি দাশ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবালসহ স্থানীয় সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।