ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
নালিতাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩ ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩জন হয়েছে। এ নিয়ে মোটরসাইকেলের তিন আরোহীরই মৃত্যু হলো।



নিহতরা হলেন, নজরুল ইসলাম (১৮), জামাল উদ্দিন (১৫) ও রাজন মিয়া (১৯)।
 
নিহত তিন জনই উপজেলার নাকুগাওঁ এলাকার বাসিন্দা।

শুক্রবার (০৮ জানুয়ারি) পৌনে ৪টার দিকে উপজেলার স্থলবন্দর রোড় নয়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে নাকুগাঁও থেকে তিন বন্ধু মিলে একটি টিভিএস মোটরসাইকেলে করে নালিতাবাড়ীর দিকে যাচ্ছিলেন। নাকুগাঁও সড়কের নয়াবিল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট-১৪-৯৬৬৩ ) একটি ট্রাক তাদের ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে রাজন (১৮) নামে অপর মোটরসাইকেল আরোহীকে আহতাবস্থায় নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল বারী বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

** নালিতাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।