ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানগাঁও থেকে ৪ হাজার কেজি পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
পানগাঁও থেকে ৪ হাজার কেজি পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ: ‍নারায়ণগঞ্জের পানগাঁও এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি পণ্যবাহী নৌযান থেকে ৪ হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (০৮ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানেএই প্রতিবেদককে জানান, ভোরে ‘মায়ের দোয়া’ নামে একটি পণ্যবাহী নৌযান থেকে প্রায় ৬ লাখ টাকার ৪ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

মালিকবিহীন অবস্থায় পাওয়া এসব পলিথিন পরে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।