ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাহারোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
কাহারোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর কাহারোল উপজেলায় একশ কেজি গাঁজাসহ কলিম উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে সুন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক কলিম উদ্দিন ওই গ্রামের মঙ্গলুর ছেলে।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিকেলে সুন্দরপুর গ্রামের অভিযান চালিয়ে কলিম উদ্দিনকে একশ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএটি/এসএইচ





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।