ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে নন ক্যাডার সরকারি কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে নন ক্যাডার সরকারি কর্মচারীরা

ঢাকা: ঘোষিত ৮ম পে-স্কেলে ক্যাডার নন ক্যাডার কর্মকর্তাদের বেতন বৈষম্য দূরীকরণসহ ৫ দফা দাবিতে আগামী ১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছেন নন ক্যাডার সরকারি কর্মকর্তারা।

শুক্রবার (৮ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদের (বাসসকপ) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



সংগঠনের যুগ্ম মহাসচিব এস এম ছায়িদ উল্যাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।

ছায়িদ উল্যাহ জানান, ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি সারাদেশে প্রতিদিন দু’ ঘণ্টা করে (সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন দু’ঘণ্টা কর্মবিরতি পালন শেষে ঢাকায় এলজিইডি, সিজিএ, বিএডিসি ও ডেসা ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হবে।

১৭ জানুয়ারি কর্মবিরতি পালন শেষে ডেসা ভবনের সামনে মহাসমাবেশ করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরইউ/আরআই

** নন ক্যাডার কর্মকর্তাদের বুধবারের কর্মসূচি স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।