ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ইকোনমিক জোনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
চুনারুঘাটে ইকোনমিক জোনের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের কাছে প্রস্তাবিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার আমতলী এলাকায় দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে চান্দপুরসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের শত শত মানুষ অংশ নেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মহরম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মীর সিরাজ আলী ও শিক্ষক আরজু মিয়া মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, এ এলাকায় ইকোনমিক জোন করা হলে পিছিয়ে পড়া এ উপজেলা আবারও জেগে উঠবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চান্দপুর চা বাগান এলাকায় ৫১১ একর জমিতে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইতোমধ্যে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় বেজার ওই জমি হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।