ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
রাজশাহীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ৫৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজশাহীর বাঘা উপজেলার বলিহার এলাকায় শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের সদর উপজেলার গারাদহ গ্রামের মৃত সোবহান শেখের ছেলে হোসেন আলী (৩০) এবং বাঘা উপজেলার বলিহার গ্রামের ব্রজ গোপাল সরকারের ছেলে প্রণব কুমার সরকার (৫০)।

আটকের সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ইয়াবা বিক্রির ৫৮ হাজার ২৮০ টাকা, বিদেশি চারটি মুদ্রা ও চারটি মোবাইল সেট পাওয়া যায়।

বলিহার এলাকায় মাদক বিক্রেতা ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালায় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।