ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দর্শকদের মাতালেন মমতাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
হবিগঞ্জে দর্শকদের মাতালেন মমতাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: আরএফএল এর ওয়াটার পিউরিফায়ার ‘ড্রিংক ইট’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত প্রাণ ফ্রুটো বিজয় আনন্দ কনসার্টে মনোমুগ্ধকর গান গেয়ে হবিগঞ্জের দর্শকদের মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম।

শনিবার (০৯ জানুয়ারি) প্রাণ আরএফএল-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।



‘আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর’ গানটির মাধ্যমে ফোক সম্রাজ্ঞী মমতাজ তার পরিবেশনা শুরু করেন। একে একে ‘খাইরুন লো, তোর লম্বা মাথার চুল’, ‘পাঙ্খা পাঙ্খা পাঙ্খা’ ও ‘বুকটা ফাইট্টা যায়’সহ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন মমতাজ। এ সময় দর্শকদের নাচ ও হৈ-হুল্লোরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে ‘কি করে তোকে বলব’ গানটির মাধ্যমে কনসার্ট শুরু করেন ক্লোজআপ ওয়ান তারকা সিঁথি। এরপর পাওয়ার ভয়েজ তারকা সজল ও টিনা মোস্তারি এবং ক্লোজআপ ওয়ান তারকা রিংকু সংগীত পরিবেশন করেন।

রিংকু ‘কানার হাট-বাজার’ ও ‘কোন মেস্তরী নাও বানাইলো’সহ বিভিন্ন জনপ্রিয় সংগীত পরিবেশন করেন।

কনসার্টের এক ফাঁকে সন্ধ্যা সোয়া ৬টায় ‘ড্রিংকইট’ এর মোড়ক উন্মোচন করেন আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়িকা মৌসুমী।

অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, আরএফএল প্লাস্টিকস-এর হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তৌহিদ তুষার খান, প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার হাসিব কামাল, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফরহাদ হোসেন কলি উপস্থিত ছিলেন।

এছাড়া একই মঞ্চে রাত সাড়ে ৭টায় এমপি আবু জাহির গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।

এ সময় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এমপি আবু জাহিরের সহধর্মিনী আলেয়া জাহির, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফরহাদ হোসেন কলি ও যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।