ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
গাংনীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা ছবি : প্রতীকী

মেহেরপুর: ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর-বালিয়াঘাটে বাবলু বিশ্বাস নামে এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ জরিমানা করেন।

এসময় বালুর মালিক জরিমানার টাকা নগদে পরিশোধ করে দেন।

বাবলু বিশ্বাস গাংনী উপজেলার বামুন্দী বাজারের মৃত বদরুল আলম ভদু বিশ্বাসের ছেলে ও স্থানীয় জেদ্দা ইটভাটার মালিক।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, বামুন্দী বাজারের বাবলু বিশ্বাস নিশিপুর ও বালিয়াঘাট মাঠে নিজের পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। এ কারণে এলাকার অনেকের আবাদী জমি এখন ভাঙনের স্বীকার হচ্ছে। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

ভূমি সুরক্ষা আইনে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও আবুল আমিন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।