ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেহেপুরের গাংনী উপজেলায় আনিছুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে  দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বালিয়াঘাট মাঠের মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ জরিমানা করেন।



আনিছুর রহমান উপজেলার বালিয়াঘাট গ্রামের মৃত হাজী আব্দুস সামাদের ছেলে। জরিমানার টাকা তিনি সঙ্গে সঙ্গে পরিশোধ করেছেন।

ম্যাজিস্ট্রেট আবুল আমিন বাংলানিউজকে জানান, বালিয়াঘাট গ্রামের আনিছুর রহমান দীর্ঘদিন ধরে নিজের জমির পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। এতে এলাকার অনেকের আবাদি জমি এখন ভাঙনের শিকার হচ্ছে। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ (১) ধারায় আনিছুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএটি/আরএ

** গাংনীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।