ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে চার দশকে ৪ হাজার ৮১৮ প্রকল্প বাস্তবায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পার্বত্য চট্টগ্রামে চার দশকে ৪ হাজার ৮১৮ প্রকল্প বাস্তবায়ন

রাঙামাটি: চার দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১২শ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮১৮টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়নে ১৯৭৬ সালে ৩ পার্বত্য জেলার উন্নয়নের জন্য একটি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়।



রোববার (১০ জানুয়ারি) রাঙামাটি বোর্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এছাড়া গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, কৃষি উৎপাদন, পাড়ার কেন্দ্রের মাধ্যমে শিক্ষা বিস্তার, রাবার বাগান সৃজন, মৎস্য চাষ বৃদ্ধিসহ প্রান্তিক কৃষকদের জীবনধারনের অবলম্বন সৃষ্টিকরণসহ নানা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, সদস্য প্রশাসন নুরুল ইসলাম চৌধুরীসহ বোর্ডের কর্মকর্তারা।

প্রতিষ্ঠার চার দশক (১৯৭৬-২০১৬) উপলক্ষে ১৪ জানুয়ারি র‌্যালি, মাউন্টেন বাইক, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।