ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনলাইনে প্রকাশের নির্দেশ

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনলাইনে প্রকাশের নির্দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনলাইনে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশ দিয়ে একটি চিঠি মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে।

আর মন্ত্রণালয়গুলো থেকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য রোববার (১০ জানুয়ারি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
 
নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয়গুলোর প্রাপ্ত প্রতিশ্রুতি সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে তাদের আওতাধীন নিজ নিজ বিভাগে পাঠাতে হবে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশকে উন্নত, ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং দিচ্ছেন।

সেসব প্রতিশ্রুতির তথ্য মন্ত্রণালয়গুলোর সংশ্লিষ্ট অনলাইন মাধ্যমে প্রকাশ করতে এই চিঠি পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।