ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ খানঁপুর সরকারি কোয়ার্টারের ছাদ থেকে পড়ে তীর্থ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে শিশুটি ছাদে খেলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।



তীর্থ নারায়ণগঞ্জ খানঁপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক বিধান চন্দ্র পোদ্দারের ছেলে। তিনি জানান, বিকেলে কোয়ার্টারের ছাদে খেলতে গিয়ে পড়ে যায় তীর্থ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।