ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে শাড়ি-অবৈধ ওষুধ জব্দ, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
শাহজালালে শাড়ি-অবৈধ ওষুধ জব্দ, যুবক আটক ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ি এবং অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।



এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ফয়সাল হক (২৯) নামে এক যুবককে আটক করেছে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। আটককৃত ফয়সালের বাড়ি মাদারীপুর জেলায়।


রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় ব্যাংকক থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটের (ফ্লাইট নম্বর-আরএক্স-৭৮৭) যাত্রী ফয়সালের কাছ থেকে ৩৬ ধরনের অবৈধ ওষুধ জব্দ ও তাকে আটক করা হয়।

এর আগে দুপুর তিনটায় কলকাতা থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইট (ফ্লাইট নম্বর-আরএক্স-৭৯২) থেকে শাড়ি জব্দ করা হয়।

কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, আটককৃত ব্যক্তির নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ১০১৬
এনএ/জেডএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।