ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গাঁজার গাছসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ফরিদপুরে গাঁজার গাছসহ মাদক বিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে তিনটি গাঁজার গাছসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চরমাধবদিয়ার ওয়াজজুদ্দীন মুন্সীর ডাঙ্গির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



আটক মাদক বিক্রেতার নাম আতিয়ার মন্ডল (৩৫)। তিনি ওয়াজজুদ্দীন মুন্সীর ডাঙ্গির হালিম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘ দিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আতিয়ার মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছে যে পাতা রয়েছে তাতে প্রায় সাড়ে তিন কেজি গাঁজা হতো।

তিনি বলেন, আতিয়ারের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে কতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।