ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ইয়ূথ ক্লাবের শীতবস্ত্র বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ধনবাড়ীতে ইয়ূথ ক্লাবের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়ূথ ক্লাব নামে একটি সামাজিক সংগঠন দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ।



ক্লাব সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দুস্থ ও হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রথম দিনে শতাধিক নারী পুরুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. সাইফুল ইসলাম বেলাল,  ধনবাড়ী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মীর মো. আশরাফ হোসেন, পৌর কাউন্সিলর কাজী আল আমীন, মাহবুবুর রহমান খান খসরু, কাজী আওলাদুজ্জামান, তোফাজ্জল হোসেন তালুকদার, অসীম কুমার তালুকদার, রাকিব হাসান রাকিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।