ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তানোরে দুই হাজার বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
তানোরে দুই হাজার বোতল ফেন্সিডিলসহ যুবক আটক ছবি: প্রতীকী

রাজশাহী: জেলার তানোর উপজেলায় দুই হাজার বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।



রোববার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে তানোরের বেলপুকুর এলাকায় ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃতের নাম আরাফাত (২০)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দ গ্রামের আওয়াল শেখের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ফেন্সিডিলগুলো নিয়ে গোদাগাড়ী দিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল প্রাইভেটকারটি। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকার কেন্দুল গ্রাম থেকে আসছিল এটি।

তিনি আরও জানান, খবর পেয়ে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি গাড়ি প্রাইভেটকারটিকে ধাওয়া করে। পরে গাড়িটি গতিপথ পরিবর্তন করে রাজশাহীর তানোর উপজেলায় প্রবেশ করে। শেষে তানোরের মুণ্ডুমালা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বেলপুকুর এলাকায় এটি থামাতে সক্ষম হন গোয়েন্দারা।

এ সময় ওই গাড়ির চালক রাকিব ও সঙ্গে থাকা অপর জন পালিয়ে যান। আরাফাত পালানর সময় পুলিশের হাতে ধরা পড়েন। এ ব্যাপারে মাদক আইনে থানায় মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।