ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোমবার সিলেটে যাচ্ছেন অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সোমবার সিলেটে যাচ্ছেন অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ওবায়দুল কাদের

সিলেট: নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে সোমবার (১১ জানুয়ারী) সিলেটে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অর্থমন্ত্রীর একান্ত সচিব এসএম জাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এবং জেলা প্রশাসনের মাধ্যমে দুই মন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



সোমবার বেলা দেড়টার দিকে সামরিক বিমানের একটি ফ্লাইটে করে মন্ত্রী দু’জন সিলেটে পৌঁছাবেন। এজন্য বাদাঘাটে হেলিপ্যাডও তৈরি করা হয়েছে।

বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে নবনির্মিত জেলখানা কমপ্লেক্সে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী। নির্মাণাধীন কারাগারের উন্নয়নকাজ পরিদর্শন শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

সিলেট সফরকালে মন্ত্রী দু’জনের সঙ্গে থাকবেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।