ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলিতে ৩৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট জব্দ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
হিলিতে ৩৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর) : হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ৩৫ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার(১১ জানুয়ারি) ভোরে এ ট্যাবলেটগুলো জব্দ করা হয়।



বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.আতাহার আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে বিজিবির একটি টহল দল সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সে বস্তার ভেতর থেকে গরু মোটাতাজাকরণ ২৫ হাজার পিস প্রাকটিন ও ১০ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট জব্দ করা হয়।

এসব ট্যাবলেটের মূল্য ৭ লাখ টাকা। ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।