ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে নিজ শয়ন কক্ষে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পল্লবীতে নিজ শয়ন কক্ষে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঢামেক থেকে: রাজধানীর পল্লবীতে সিরাজুল ইসলাম ভুট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে নিজ শয়ন কক্ষে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পল্লবীর কালশী মিল্লাত ক্যাম্পের ‍ভেতরে সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।



পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ঘটনার সময় ভুট্টু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে গেলে এই ফাঁকে কে বা কারা ঘরে ঢুকে ভুট্টুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।