ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধ‍ূমপান নিয়ন্ত্রণে কমিটমেন্ট অবশ্যক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ধ‍ূমপান নিয়ন্ত্রণে কমিটমেন্ট অবশ্যক ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তাম‍াকবিরোধী আন্দোলনে আজ আমরা সফলতার দ্বারপ্রান্তে। একসময় বাসে সিগারেট খেলে কেউ বলতে গেলে তাকেই ধমক দেওয়া হতো।

কিন্তু এখন সে দিন পাল্টেছে। কাউকে মানা করলে সে ধূমপান থেকে বিরত থাকেন। তবে ধূমপানবিরোধী আন্দোলন শতভাগ সফল করতে হলে রাজনৈতিক কমিটমেন্ট থাকা দরকার।  

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘তামাক নিয়ন্ত্রণ, আইন বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও যক্ষ্মা নিরোধ আন্দোলনের সিনিয়র সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু।

আলোচনা সভার আয়োজন করে টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্স সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাক বিরোধী জোটের সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন বন মন্ত্রণালয়ের উপ-সচিব মো‍. জসিম উদ্দিন, তামাকবিরোধী জোটের সদস্য সচিব অধ্যাপক বজলুর রহমান, পরিবেশ আন্দোলনের পরিচালক আব‍ুল হোসেন খান, জোটের সদস্য তরিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসআর/এমআইকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।