ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের দুই সাংবাদিককে হত্যা করা হবে: ফোনে হুমকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বাংলানিউজের দুই সাংবাদিককে হত্যা করা হবে: ফোনে হুমকি

ঢাকা: বাংলানিউজ এর দু’জন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১টা ৩৭ মিনিটে ০১৭১৫-২৭৩৮৮৪ নম্বর থেকে বাংলানিউজের মোবাইল নম্বরে ফোন করে এ হুমকি দেওয়া হয়।



পুরুষ কণ্ঠের হুমকিতে বলা হয়, ‘আজ (১১ জানুয়ারি) আপনাদের ২ জন সাংবাদিক মারা যাবে। নিউজটি রেডি করে রাখেন’।

এটুকু বলেই ফোন কেটে দেন হুমকিদাতা। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। হুমকির বিষয়টি আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীগুলোকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ভাটারা থানায় বাংলানিউজের পক্ষে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (নং: ৬৫৮)। থানার এসআই নজরুল ইসলাম জিডিটির তদন্তকারী কর্মকর্তা হয়েছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকিন বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। এটি তদন্ত করে যতো দ্রুত সম্ভব যে বা যারা হুমকি দিয়েছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫/ আপডেট: ২০১৮ ঘণ্টা
এটুজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।