ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পিরোজপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার(১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজারে এ ঘটনা ঘটে।



আহত জামিরুল মৃধা (৩৭) ও তার ভাতিজা সাজিদুল হক জয়কে(২৩) উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান,  দুপুরে দাউদপুর বাজারে জামিরুল ও তার ভাতিজা জয় কাঠের গোলার পাশে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

পিরোজপুর সদর হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসক অনিক দেউরি বাংলানিউজকে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস বাংলানিউজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।