ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে জাটকা শিকারের দায়ে ৫ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কমলনগরে জাটকা শিকারের দায়ে ৫ জেলের জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জাটকা শিকারের দায়ে পাঁচ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এ আদেশ দেন।



এরা হলেন, কমলনগর উপজেলার বালুর চর এলাকার জাহিদুল ইসলাম, রাকিব, রাসেল, সবুজ ও ভোলা জেলার দৌলতখানের ইসমাইল।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে মেঘনা নদীর জারিদোনা খাল এলাকায় জাটকা শিকার করায় পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে।

পরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।