ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘টেকসই সমাধানের এখনই সময়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
‘টেকসই সমাধানের এখনই সময়’ রাষ্ট্রপতি আবদুল হামিদ

ঢাকা: নতুন প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সৃষ্টিশীল উদ্ভাবন ও টেকসই সমাধান বের করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
 
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (এসএসিওএসএএন-৬) উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।


 
রাষ্ট্রপতি বলেন, উদ্ভাবন শক্তি ও টেকসই সমাধান বের করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর এটাই সময়, যেন নতুন প্রজন্ম স্বাস্থ্যসম্মত পরিবেশে বাঁচতে পারে।
 
স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি পোস্ট এমডিজির যুগেও গুরুর্ত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ এবং স্যানিটেশন স্বাস্থ্যকর জীবনের জন্য খুবই দরকার। এটি পানি, বায়ু, মাটি এবং খাদ্য দূষণ থেকে রক্ষা করে।
 
তিনি বলেন, দূর্বল ও অর্পযাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং উন্মুক্ত মলমূত্র ত্যাগ পরিবেশকে দূষিত করে, জীবাণু ছড়ায়। বিভিন্ন রোগ সংক্রমণের পথ উন্মুক্ত করে দেয়। মানুষ পানিবাহিত সংক্রমিত রোগে আক্রান্ত হয়।
 
রাষ্ট্রপতি বলেন, সার্বজনীন স্যানিটেশন ও স্বাস্থ্য অর্জনে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের দ্রুত নগরায়নের চাপ, জলবায়ু পরিবর্তন ঝুঁকিসহ সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
 
‘উন্নততর স্যানিটেশন, উন্নততর জীবন’ এই শ্লোগানে অনুষ্ঠিত হচ্ছে সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন।
 
সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বন্ধন ও সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি এসডিজি অর্জনে নতুন দ্বার খুলবে বলে আশা করেন রাষ্ট্রপতি।
 
এমডিজি লক্ষ্য অর্জন ও স্যানিটেশন গ্যাপ পূরণে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করেন তিনি।
 
রাষ্ট্রপতি বলেন, আমরা ইতোমধ্যে এসডিজি সমস্যাগুলোও চিহ্নিত ও সমাধান শুরু করেছি। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানো, শিল্প বর্জ্য ও পরিবেশের ঝুঁকি মোকাবেলা বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
উন্নত স্যানিটেশনের পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ ও সফতলতার কথাও তুলে ধরেন তিনি।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।