ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ’লীগের জনসভায় যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আ’লীগের জনসভায় যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে আহত ৫

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।



আহত ব্যক্তিরা হলেন, হাসান মাহামুদ (২০), লক্ষণ সূত্রধর (১৯), মো. হাসান (১৯), রাফি মাহমুদ (১৮) ও রাব্বী (১৮)। তারা সবাই তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

তাদের সহপাঠী ফজলুল হক জানান, আমরা ট্রাকে চেপে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে যাচ্ছিলাম। ট্রাকটি বাংলামোটর পৌঁছালে ডালা খুলে পড়ে গিয়ে ১৫ জন আহত হন। প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে শাহবাগে বারডেম হাসপাতালে নেওয়া হয়। পরে এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।