ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ভালুকায় এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় প্রভাত চন্দ্র সমাদ্দার (৪২) নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়না তদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।



নিহত প্রভাত চন্দ্র উপজেলার বিরুনিয়া ইউনিয়নের সিএইচসিপি’র ব্রাঞ্চ ম্যানেজার বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি ওই এনজিও’র ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার ভোরে স্থানীয়রা দরজা-জানালা খোলা অবস্থায় ঘরের মেঝে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।