ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সেনাবাহিনীর অস্থায়ী পশু চিকিৎসা ক্যাম্প

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ধামরাইয়ে সেনাবাহিনীর অস্থায়ী পশু চিকিৎসা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে গবাদি পশুর বিভিন্ন রোগের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।



সাভার আরভি অ্যান্ড এফ ডিপো, মিলিটারি ফার্ম ও ধামরাই উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ধামরাই উপজেলার ইশান নগর মাঠে অস্থায়ী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাভার মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুর বাকী।

এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল পলাশ, মেজর মোসফেক, ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খোরশেদ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব প্রমুখ।

এসময় অস্থায়ী ক্যাম্প থেকে প্রায় দুই হাজার গরু, মহিষ, ঘোড়া, ছাগল ও হাঁস-মুরগির চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।