ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুদানে শান্তিরক্ষা মিশনে মৃত এসআইয়ের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সুদানে শান্তিরক্ষা মিশনে মৃত এসআইয়ের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়ে মৃত্যুবরণ করা বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডের বাসিন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মঈনুল আহসান খান ডলারের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল পুলিশ লাইন্সে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফর রহমান মণ্ডলসহ মেট্রোপলিটন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে  শ্রদ্ধা জানান।

পরে বেলা ১১টায় নগরীর করিম কুটির এলাকার মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

২৯ ডিসেম্বর স্থানীয় সময় (সুদান) ভোর ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৭ বছর বয়সে সুদানের রাজধানী খার্তুমে লেভেল-৪ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডলার। তিনি স্ত্রী মোছা. নুরুন নাহার, দুই মেয়ে তাহসিন আহসান খান (৫) ও তাবাস্সুম আহসান খান (৪) এবং বৃদ্ধা মাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম মঈনুল আহসান খান ডলার ১৯৭৯ সালে নিউ সার্কুলার রোডের ‘আর্শীবাদ ভবনে’ জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

১৯৯৯ সালে বরিশাল সিটি কলেজ থেকে বি কম পাশ করেন। এরপর  ২০০৪ সালের ৩১ অক্টোবর এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মিশনে যাওয়ার আগে তিনি মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন।

এছাড়া তিনি কিশোরগঞ্জ, ভোলা, বরগুনা, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় চাকরি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।