ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুড়াপাড়া পাইলট স্কুলের সভাপতি এমপি গোলাম দস্তগীর গাজী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
মুড়াপাড়া পাইলট স্কুলের সভাপতি এমপি গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
 
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে স্কুল মিলনায়তনে স্কুলের চারজন অভিভাবক সদস্য, দুই শিক্ষক প্রতিনিধি, একজন দাতা সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি মনোনীত করেন।


 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে ঐতিহ্যবাহী মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম মাস্টার, সাইফুদ্দিন ইউসূফ মিলন, আব্দুল কাদের খন্দকার, আশরাফুজ্জামান শাহীন, ইয়াকুব আলী, নাজমুল আমিন ভূঁইয়া, আব্দুল মজিদ ভূঁইয়া ও সেলিনা সুলতানা বৈঠক করেন।  
 
বৈঠকে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে গোলাম দস্তগীর গাজীকে মনোনীত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।