ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত ছবি: প্রতীকী

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের খেজুরেরতল এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোকলেছুর রহমান মন্টু (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উৎস (২২) নামে এক যুবক।



সোমবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত মোকলেছুর রহমান মন্টু সদর উপজেলার নাজিরা গোডাউন পাড়ার বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতেশাম জানান, দুপুরে বাইসাকেলে করে খেজুরেরতল এলাকা পার হচ্ছিলেন মন্টু। এসময় তার সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা মন্টু মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক উৎস। এ অবস্থায় তাকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।