ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আখাউড়ায় ইয়াবাসহ যুবক আটক ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরষিদের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রওশন ভূঁইয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক রওশনের বাড়ি জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইসমত আরা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিকেলে ইউনিয়ন পরষিদের সামনে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ রওশনকে আটক করে।   এছাড়া এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটক রওশনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।