ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা আবদুর রব আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
মুক্তিযোদ্ধা আবদুর রব আর নেই মুক্তিযোদ্ধা আবদুর রব

ঢাকা: সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রব আর নেই (ইন্নালিল্লাহি...রাজেউন)। সোমবার (১১ জানুয়ারি) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 

শহীদ জননী জাহানারা ইমামের যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন আবদুর রব। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ‘প্রশিকা’ মানবাধিকার সংস্থায় কর্মরত ছিলেন। তিনি তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে এসব প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

আবদুর রবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ও চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল এক শোতবার্তায় তার পরিবারের শোকসন্তপ্ত সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।